লক্ষ্মীপুর-১ আসনে ভোটারদের বাড়ি বাড়ি নৌকার প্রার্থী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩, ৬:৩৭ অপরাহ্ণ


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ড. আনোয়ার হোসেন খান। ছবি: প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ড. আনোয়ার হোসেন খান। চাইছেন ভোট। চলছে মিছিল, উঠান বৈঠক, পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ। পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। প্রার্থী নিজেই দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার করপাড়া ইউনিয়নের গাজীপুর বাজার ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য ড. আনোয়ার খান।

এ সময় তিনি রামগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট চেয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার, করপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদ মির্জাসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে ইউপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন ড. আনোয়ার হোসেন খান।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...