সব
স্বদেশ বিদেশ ডট কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ড. আনোয়ার হোসেন খান। ছবি: প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ড. আনোয়ার হোসেন খান। চাইছেন ভোট। চলছে মিছিল, উঠান বৈঠক, পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ। পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। প্রার্থী নিজেই দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার করপাড়া ইউনিয়নের গাজীপুর বাজার ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য ড. আনোয়ার খান।
এ সময় তিনি রামগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট চেয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার, করপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদ মির্জাসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে ইউপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন ড. আনোয়ার হোসেন খান।
Developed by: Helpline : +88 01712 88 65 03