যেভাবে কঠিন সময় দারুণভাবে পার করেছেন মাশরাফি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩, ৬:৩৮ অপরাহ্ণ

নড়াইল-২ আসনের এমপি ও নৌকার প্রার্থী মাশরাফি বিন মর্তুজা বলেছেন, গত পাঁচ বছর অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এলাকার জন্য কাজ করেছি। করোনার মতো মহামারি গিয়েছে। অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলছে। সব কিছুর ভেতর দিয়ে পাঁচটি বছর গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এত কঠিন সময় দারুণভাবে পার করেছি।

তিনি আশা করেন, সব কিছু ঠিকঠাক থাকলে, কাজের প্রক্রিয়া বা ধরণ বাড়বে এবং ভালো হবে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মাশরাফি বলেন, খেলাধুলাতো আমার রক্তের সঙ্গে মিশে রয়েছে। আমার পরিচয় খেলাধুলা দিয়ে। আমি মনে করি না, খেলাধুলার সঙ্গে সংসদ সদস্য মেলানোর কোনো সুযোগ আছে। আমি যতদিন বেঁচে থাকব, অবশ্যই খেলাধুলার সঙ্গে থাকব।

এর আগে মাশরাফি বিন মর্তুজা তার আসনের কর্মী-সমর্থকদের নিয়ে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...