গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৭০

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের আল-মাগাজি শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। এই হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র।

এর আগেও শরণার্থী শিবিরটিতে বিমান হামলা চালিয়েছিল দখলদার ইসরায়েল। গত ৪ নভেম্বর রাতে ইসরায়েলি বাহিনী চালানো ওই হামলায় ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছিল।

গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা গাজা সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায়। হামলার ব্যাপকতায় হতভম্ব ইসরায়েল হামাসকে নির্মূল করার প্রত্যয় নিয়ে সেইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে।

তারপর থেকে দখলদার ইসরায়েয়ের জঙ্গি বিমানগুলো গাজা ভূখণ্ডে লাগাতার বিমান হামলা চালিয়ে আসছিল। এর মধ্যে অনেক শরণার্থী শিবিরেও একের পর এক হামলা চালাচ্ছে তারা।

মাঝে এক সপ্তাহ যুদ্ধবিরতির পর আবারও হামলা শুরু করে দখলদার ইসরায়েল। এর পাশাপাশি স্থল অভিযানও শুরু করেছে। তাদের বর্বরোচিত হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন বহু ফিলিস্তিনের নাগরিক।

ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ইতোমধ্যে ২০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...