ভারত এলো মানবপাচারের অভিযোগে আটকে থাকা সেই বিমান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ণ

মানবপাচারের আশঙ্কায় বিপুল সংখ্যক ভারতীয়সহ একটি বিমানকে আটকে রেখেছিল ফ্রান্স। অবশেষে সেই বিমানটিকে ছেড়ে দেয়ার পর সেটি ভারতের স্থানীয় সময় মঙ্গলবার ভোরে লিজেন্ড এয়ারলাইন্সের ফ্লাইটটি মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে অবতরণ করেছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, এ-৩৪০ চার্টার্ড বিমানটি দুবাই থেকে নিকারাগুয়া যাওয়ার সময় ফ্রান্সে নেমেছিল জ্বালানি নেয়ার জন্য। তখনই অজানা মানুষের কাছ থেকে সতর্কবার্তা পায় ফরাসি কর্তৃপক্ষ। পরে বিমানটি আটকে দেয়া হয়। এসময় বিমানে ৩০৩ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক।

বিবিসি বলছে, বিমানটি ২৭৬ জন যাত্রী নিয়ে ফ্রান্স থেকে ভারতের উদ্দেশে রওনা হয়। মূলত আশ্রয়ের জন্য আবেদন করার পর দুই নাবালকসহ ২৫ জন ফ্রান্সে থেকে গেছেন। আর ঘটনার আরও তদন্তের জন্য দুই সন্দেহভাজন পাচারকারীও ফ্রান্সে রয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার বিমানটি আটকে দেয় ফ্রান্স। আটকে দেয়ার পর বিমানটির যাত্রী ও বিমানকর্মীদের জেরা করে ফরাসি কর্তৃপক্ষ। বিষয়টি এক পর্যায়ে আদালতে গড়ায়। সোমবার ফ্রান্সের স্থানীয় একটি আদালত বিমানটি ফ্রান্স ছাড়ার অনুমতি দেয়।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...