মিরসরাইয়ে বিএনপির ১০ নেতা-কর্মী আটক

মিরসরাইয়ে বিএনপির ১০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণকালে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী-সহ (৫৭) ওই নেতা-কর্মীরা গ্রেফতার হন। সকালে উপজেলার বড়তাকিয়া বাজার থেকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম।

আটক অন্যরা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন (৪৫), মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলাম (৩১), চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ দিনাজ (৩৬), সহ-সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপু (২৭), ফজলুল করিম (২৮), ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শরিফ মাহমুদ (২৮), চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য ইকবাল হোসেন (২০) ও বিএনপি কর্মী অলি উল্লাহ (৪৫) ও সাহেদ (২০)।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, সকালে উপজেলার বড়তাকিয়া বাজারে নির্বাচন বানচাল করতে লিফলেট বিতরণ, মিছিল ও গাড়ি চলাচলে বাধা দেওয়ার সময় উপজেলা বিএনপির আহবায়ক-সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। আটকদের ভেতর কয়েকজনের বিরুদ্ধে থানায় পূর্বেই মামলা রয়েছে। গ্রেফতারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তাদের আদালতে পাঠানো হবে।

[১] [২] [৩]