সুনামগঞ্জে মহাসড়কে গাড়ি ভাঙচুর-আগুন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৪, ৬:৩৩ পূর্বাহ্ণ

সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জে টায়ারে আগুন জ্বালিয়ে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, পিক-আপ ভ্যানটি সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে সিলেটে যাচ্ছিলেন। গাড়িটি নিয়ে চালক ঘটনাস্থলে আসার পর রাস্তার দক্ষিণ দিক থেকে ১৫ থেকে ২০ জনের একটি দল এসে প্রথমে গাড়ির কাঁচে ঢিল ছুঁড়ে এবং কয়েকজন লাঠিসোঁটা দিয়ে গাড়ি ভাঙচুর করে। এ সময় তারা আরও দুটি সিএনজি ভাঙচুর করেন।

পিকআপ চালক মোবারক হোসেন জানান, দিরাই থেকে পিকআপ নিয়ে তিনি সিলেট যাচ্ছিলেন। এ সময় পাগলা বাজার সংলগ্ন পাগলা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে হঠাৎ ১৫ থেকে ২০ জনের একটি দল ঢিল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে পিকআপের ওপর আক্রমণ করে।

বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh