রওশনপন্থীদের মুখপাত্র হলেন সুনীল শুভ রায়

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৪, ২:৩৯ অপরাহ্ণ

রওশন এরশাদপন্থী জাতীয় পার্টির (জাপা) মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য ও সাংবাদিক সুনীল শুভ রায়কে।

সোমবার সকালে জাপার (রওশনপন্থী) নবনিযুক্ত মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ এই নিয়োগ দেন।

এতে বলা হয়, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জাতীয় পার্টির (রওশনপন্থী) মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে জাতীয় পার্টির যাবতীয় প্রেস ও মিডিয়া সম্পর্কিত সকল দায়িত্ব নবনিযুক্ত মুখপাত্রের ওপর ন্যস্ত করা হয়েছে।

চেয়ারম্যানের সিদ্ধান্তক্রমে এই নিয়োগ ঘোষণার পর থেকেই কার্যকর বলে জানানো হয়।

এর আগে গতকাল রাজধানীর গুলশানে নিজ বাসভবনে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন রওশন এরশাদ। এ সময় রওশন এরশাদ জাপা চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দল থেকে অব্যাহতি দেয়ার কথা জানান।

তবে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন ডেকে মুজিবুল হক চুন্নু বলেন, কাউকে অব্যাহতি দেয়ার ক্ষমতা রওশন এরশাদের নেই।

এদিকে গতকাল রোববার স্পিকারের অনুমোদনক্রমে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে জিএম কাদেরের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। এ ছাড়া বিরোধী দলীয় উপনেতা করা হয়েছে আনিসুল ইসলাম মাহমুদকে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...