শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির দর্শনে চারজন ব্রিটিশ এম পি

ব্রিটিশ পার্লামেন্টের (হাউস অফ কমন্স) এর সন্মানীত চারজন এমপি বীরেন্দ্র শর্মা, পল স্কালী, এনড্রু ওয়েস্ট্রান ও নীল কয়েল সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছেন। বৃটেনে বাংলাদেশ হিন্দু এসোসিয়েশনের সদস্য রতন বিশ্বাস এর আয়োজন ও আমন্ত্রণে গত সোমবার, ২৯ জানুয়ারি বীরেন্দ্র শর্মার এম পি এর নেতৃত্বে অতিথি এম পি বৃন্দ শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। বাংলাদেশে আন্তর্জাতিক সংগঠন আমরা গর্বিত সনাতনী ও আনন্দমেলার সম্মানিত নেতৃবৃন্দ ব্যারিস্টার পল্লব আচার্য, ব্যারিস্টার কেয়া সেন, রুপন চন্দ্র মোদক, শিবু চক্রবর্তী, আশীষ সরকার এবং রিংকুর সাথে মাননীয় ব্রিটিশ এমপি মহোদয়গণ একটি অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন।

উক্ত অনুষ্ঠানে মাননীয় এমপি মহোদয়গণকে ক্রেস্ট, ফুলের তোড়া ও পবিত্র শ্রীমদ্ভগবদগীতা উপহার প্রদান করা হয়। মাননীয় ব্রিটিশ এমপি মহোদয়গণ ও বীরেন্দ্র কুমার শর্মা এম পি ব্রিটেন এবং বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে আরো বেশি সৌহার্দ্যপূর্ণ করার প্রতিশ্রুতি দেন এবং বাংলাদেশের উন্নয়নে ব্রিটেনকে সব সময় পাশে থাকার আশা প্রকাশ করেন। সম্মানিত সকল ব্রিটিশ এমপি মহোদয়গণ উক্ত অভ্যর্থনা অনুষ্ঠান খুবই সুন্দর ও সার্থক ভাবে আয়োজনের জন্য রতন বিশ্বাস এর প্রশংসা করে তাকে আন্তরিক সাধুবাদ জ্ঞাপন করেন।

[১] [২] [৩]