মেট্রোরেলে হাফ ভাড়ার দাবি অবান্তর : ওবায়দুল কাদের


মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি অবান্তর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এখন রিকশায় উঠলেই তো ৩০ টাকা লাগে। কোথায় যাবেন সেটা ভিন্ন কথা। আর মেট্রো একটা আধুনিক গণপরিবহন। এখানে উৎসাহিত করার কথা। এগুলা অবান্তর দাবি। এ দাবির কোনো যুক্তি নাই। তিনি আরও বলেন, ভাড়া কমানো সম্ভব না। পৃথিবীর কোথাও এটা নেই।

এর আগে গত শনিবার মেট্রোরেলে হাফ ভাড়ার দাবিতে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। এদিন দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের সামনে ওই মানববন্ধন পালিত হয়। সেখানে মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালুর দাবি জানানো হয়।

[১] [২] [৩]