লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে যুবক আটক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৬ মার্চ ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ণ

লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধভাবে ভারতীয় সীমান্ত অতিক্রমের দায়ে রুবেল (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে তাকে আটক করা হয়। রুবেল ওই উপজেলার উত্তর জাওরানী গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।

বিজিবি সুত্রে জানা গেছে, ওই সীমান্ত দিয়ে কয়েক দিন আগে ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশ করেন রুবেল হোসেন। একই সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় বুধবার রাতে জাওরানী বিজিবি ক্যাম্পের টহল দল তাকে আটক করেন। তার বিরুদ্ধে অবৈধ ভাবে অনুপ্রবেশের একটি মামলা দায়ের করেন বিজিবি।

হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশিচত করে জানান, বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...