সব
স্বদেশ বিদেশ ডট কম
ফেনীতে ১৮০ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। শনিবার (০৯ মার্চ) জেলার ছাগলনাইয়া পৌর এলাকার চৌধুরী রাস্তার সামনে থেকে ট্রাকটি জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রাকটির চালকসহ চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, আমাদের একটি বিশেষ টহল দল ট্রাকটি আটক করে। এরপর ট্রাকটির ভেতরে থাকা ৯০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চিনিগুলো কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Developed by: Helpline : +88 01712 88 65 03