ইসরায়েলি বর্বরতার অভিনব প্রতিবাদ জানালো আল জাজিরা

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১২ মার্চ ২০২৪, ৩:২৪ অপরাহ্ণ

বিশ্বজুড়ে শুরু হয়েছে সংযম সাধনার মাস রমজান। কিন্তু এ মাসেও ইসরায়েলি আগ্রাসন, বোমা হামলা থেকে নিস্তার নেই ফিলিস্তিনিদের। গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলের এই বর্বর ও অমানবিক হামলার অভিনব প্রতিবাদ জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। রমজানের প্রথম দিন গত রোববার রাতে আল জাজিরার নতুন একটি স্টুডিওর দেয়ালে লেখা হয়েছিল নিহত ফিলিস্তিনিদের নাম। সেখানে নিরপরাধ শিশু ও নারীদের নামও ছিল। খবর আল জাজিরা।

শরীরে আগুন দেয়া মৃত মার্কিন সেনার নামে ফিলিস্তিনে সড়কশরীরে আগুন দেয়া মৃত মার্কিন সেনার নামে ফিলিস্তিনে সড়ক আল–জাজিরার সাংবাদিক ইমান আয়াদ বলেন, ‘গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ মারা গেছে। আমাদের এই স্টুডিওতে এলে আপনি এদের সবার নাম দেখতে পাবেন। আমরা এদের সংখ্যা হিসেবে রাখিনি। গাজায় এমন কোনো পরিবার নেই, যারা ক্ষতিগ্রস্ত হয়নি।’

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...