সব
স্বদেশ বিদেশ ডট কম
শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন চলছে ১-১ সমতা। আগামীকাল সোমবার তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দুই দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ছিটকে গেছেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে এবার দলে নেয়া হয়েছে আরেক পেসার হাসান মাহমুদকে।রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে চট্টগ্রামে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের চোট পান সাকিব। প্রথম দুই ম্যাচে ৪ উইকেট পেয়েছেন ডানহাতি ফাস্ট বোলার। সাকিবের চোটের বিষয়ে সংবাদমাধ্যমকে বিসিবির নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন, জাতীয় দলের অনুশীলনে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন তানজিম সাকিব। সে কারণে তৃতীয় ওয়ানডেতে আর তার খেলা হচ্ছে না। ফলে ঢাকায় ফিরিয়ে নেয়া হবে ২১ বছর বয়সী এ পেসারকে। সেখানে তার পায়ের চিকিৎসা করানো হবে।
এদিকে প্রায় ৩ মাস পর জাতীয় দলে জায়গা হলো হাসান মাহমুদের। সর্বশেষ গত ২০ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে লাল-সবুজদের হয়ে খেলেছেন এই পেসার।
Developed by: Helpline : +88 01712 88 65 03