সব
স্বদেশ বিদেশ ডট কম
বাজারে ৫০০ টাকায় গরুর মাংস বিক্রি করা সম্ভব হবে বলে জানিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।
তিনি জানান, পথের হাটের ইজারা, চাঁদাবাজ বন্ধ, পরিবহন সমস্যা দূর হলে ৫০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করা সম্ভব। রোববার ভোক্তা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব জানান।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, রমজানে নিত্যপণ্যের সঙ্গে গরুর মাংসের অস্বাভাবিক দাম বৃদ্ধির বিষয়ে বাজার তদারকি চলছে।
উল্লেখ্য, রাজধানীর ৩০টি স্থানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে গরু-খাসির মাংস, ডিম, দুধ ও ড্রেসড ব্রয়লার বিক্রি হচ্ছে। সুলভ মূল্যে পণ্য কেনাকাটায় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং একইসঙ্গে অনেকটা স্বস্তি এনে দিয়েছে।
রাজধানীর বিভিন্ন পয়েন্টে ২৫টি গাড়িতে গরুর মাংস ৬০০, খাসি ৯০০, ড্রেসড ব্রয়লার ২৫০, দুধ প্রতি লিটার ৮০ ও ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি হচ্ছে।
Developed by: Helpline : +88 01712 88 65 03