রেল চলাচল স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়ে যাত্রীদের দুর্ভোগ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি লাইনচ্যুতির ঘটনায় প্রায় সাড়ে ৫ ঘণ্টা উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শিডিউল বিপর্যয়ে দুর্ভোগের শিকার কয়েক হাজার যাত্রী।

এর আগে সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দি‌কে বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব রেল‌স্টেশ‌ন এলাকায় পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ‌্যুত হয়। ট্রেনের চাকার ত্রু‌‌টির কার‌ণে এই লাইনচ‌্যুত হওয়ার ঘটনা ঘ‌টে। উদ্ধারকারী ট্রেন এসে চাকা অপসারণ করলে রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় রাজশাহীর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস, নীলফামারীর নীলসাগর এক্সপ্রেস ট্রেন ঢাকায় ঢুকতে পারেনি। এই ট্রেনের যাত্রীরা রেলস্টেশনে অপেক্ষায় রয়েছেন। ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায়, নীলসাগর এক্সপ্রেস ৬টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও মঙ্গলবার (১৯ মার্চ) সারাদিন উত্তরবঙ্গের সব ট্রেনই শিডিউল বিপর্যয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এছাড়াও গতকাল সোমবারের লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকায় ঢুকতে পারেনি। ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে বসা রয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের দায়িত্বশীলরা। ফলে এসব ট্রেন ঢাকা থেকে ছাড়বে ৪/৫ ঘণ্টা বিলম্বে।

সরেজমিনে কমলাপুর রেলস্টেশন ঘুরে যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। অনেকেই সারা রাত স্টেশনে শুয়ে বসে পার করেছেন। রোজার মাস হওয়ায় যাত্রীদের ভোগান্তি আরও বেশি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...