চীনের সড়কে ঝরল ১৪ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ২০ মার্চ ২০২৪, ৪:৫৭ অপরাহ্ণ

চীনে উত্তরাঞ্চলে একটি এক্সপ্রেসওয়ে টানেলের ভিতরে একটি বাস বিধ্বস্ত হওয়ার পর ১৪ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে, বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। শানসি প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার কিছু পরে দুর্ঘটনাটি ঘটে।

প্রতিবেদনে বলা হয়, ৫১ জন যাত্রী নিয়ে বাসটি হোহোট-বিহাই এক্সপ্রেসওয়ের টানেলের দেয়ালে প্রচণ্ড গতিতে আঘাত করলে হতাহতের এই ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলে ১৪টি মৃতদেহ পাওয়া যায় এবং আরও বেশ কিছু লোককে হাসাপাতালে পাঠানো হয় বলে জানিয়েছে সিসিটিভি। এতে আরও বলা হয় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৬ জন মারা গিয়েছিল। এর এক মাস আগে পূর্ব জিয়াংসি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ২০ জন আহত হয়।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...