পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ২০ মার্চ ২০২৪, ৫:১৮ অপরাহ্ণ

পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২০ মার্চ) ভোররাতে দেশটিতে এই কম্পন অনুভূত হয়। জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে এতে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পবিষয়ক জাতীয় সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাত দিয়ে এনডিটিভি জানায়, আজ বুধবার ভোররাত ২টা ৫৭ মিনিটে পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ১০৫ কিলোমিটার।

এর আগে, গত মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তার আগেও জানুয়ারিতে দেশটিতে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...