নির্বাচনে দলের খরচ কত হলো, জানতে চেয়েছে ইসি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ মার্চ ২০২৪, ১০:৪৫ অপরাহ্ণ

নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি ব্যয়ের হিসাব দাখিল করতে বলেছেন। নির্বাচনে ৯০ দিনের মধ্যে হিসাব দাখিলের বাধ্যবাধকতার বিষয়টি স্মরণ করিয়ে দেন এ সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২১ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে এ প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞাপিত বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪গগগ(১) ও (৫) অনুচ্ছেদ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচন সমাপ্ত হওয়ার ৯০ (নব্বই) দিনের মধ্যে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী নির্বাচন কমিশনে দাখিল করার বিধান রয়েছে। নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিলের জন্য নির্দেশনা প্রদান করেছেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...