ভারতে নির্মাণাধীন সেতু ধসে নিহত ১, আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ২২ মার্চ ২০২৪, ১১:২২ পূর্বাহ্ণ

ভারতে নির্মাণাধীন একটি সেতু ধসে একজন নিহত ও নয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিহারের সুপল শহরে মারিচা এলাকায় কোসি নদীর ওপর নির্মাণাধীন সেতুটির একটি স্ল্যাব শুক্রবার সকালে ধসে পড়ে। এ ঘটনায় ৩০ জন কর্মী আটকা পড়েছেন। দুর্ঘটনার পরই স্থানীয়দের সহায়তায় কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করে।

ভারতীয় আরেক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সেতুটি নির্মাণের মোট ব্যয় ধরা হয়েছিল ৯৮৪ কোটি রুপি। গত বছরও বিহারে একটি নির্মাণাধীন সেতু ধসে পড়ে। এ নিয়ে রাজ্য সরকার ও বিজেপির মধ্যে বেশ কিছুদিন উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ওই সেতুটির মোট নির্মাণ ব্যয় ধরা হয়েছিল এক হাজার ৭০০ কোটি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...