জিম্মি নাবিকদের উদ্ধারে যা জানাল জাহাজ কর্তৃপক্ষ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে সোমালি জলদস্যুদের হাত থেকে অতিদ্রুত মুক্ত করে ফিরিয়ে আনার বিষয়ে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছে জাহাজটির কর্তৃপক্ষ।

শনিবার (২৩ মার্চ) চট্টগ্রামের আগ্রাবাদে একটি হোটেলে কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (কেএসআরএম) শীর্ষ কর্মকর্তারা জাহাজটির ২৩ নাবিকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ আশ্বাস দেন।

এ সময় তারা নাবিকদের পরিবারের সঙ্গে ইফতারও করেন। উদ্ধার প্রক্রিয়া সফলভাবে শেষ করা পর্যন্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধরার অনুরোধ জানান জাহাজটির কর্মকর্তারা।

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসা জিম্মি নাবিকদের পরিবারের সদস্যরা আগ্রাবাদের ওই হোটেলে উপস্থিত ছিলেন।

এক জিম্মি নাবিকের মা বলেন, কেএসআরএম কর্মকর্তারা আমাদের উদ্বিগ্ন না হতে বলেছেন। তারা (কর্মকর্তারা) আমাদের ধৈর্য ধরার জন্য অনুরোধ করেছেন। তারা নাবিকদেরকে মুক্ত করে নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্যে সবকিছু করছেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

নোয়াখালী থেকে আসা একজন নাবিকের বাবা বলেন, নাবিকদেরকে অক্ষত অবস্থায় বাড়ি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাজ করা হচ্ছে বলে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে কেএসআরএমের কোনো কর্মকর্তার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...