সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। সোমবার (২৬ মার্চ) সন্ধ্যায় পোরশা সীমান্তের-পিআর ৩১-১০ পিলারের কাছে সীমান্তের ওপারে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি যুবকের নাম মো. আলামিন। তিনি পোরশা উপজেলার দোয়ারপাল এলাকার বাসিন্দা। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ-১৬ বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান।

স্থানীয়রা জানান, সোমবার সঙ্গীদের নিয়ে গরু আনতে যান আলামিন। গরু নিয়ে ফেরার পথে পোরশা সীমান্তের-পিআর ৩১-১০ পিলারের কাছে দাল্লা সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর নিহতের মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা।

কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান বলেন, সীমান্তে ভারতের অভ্যন্তরে একজন মারা গেছে। এ ব্যাপারে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হবে।

এর আগে গত ১৭ মার্চ দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় সিকরিয়া সীমান্তে বিএসএফের গুলিতে পারভেজ হোসেন সাদ্দাম নামে এক কিশোর নিহত হয়। এ সময় আহত হয় আরও একজন। একদিন পর ১৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাতলাপুর সীমান্ত চেকপোস্ট পয়েন্টে ভারতীয় পুলিশ মরদেহটি হস্তান্তর করে। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্থ বাংলাদেশের পক্ষে ওই মরদেহটি গ্রহণ করেন।

[১] [২] [৩]