সব
স্বদেশ বিদেশ ডট কম
দক্ষিণ সুরমা সমাজ কল্যান সমিতি ইউ কের উদ্যোগে ২৫ শে মার্চ ২০২৪ সোমবার এক ইফতার মাহফিলে ও আলোচনা সভা রেডব্রিজের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
আক্তার হোসেনের পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠিত সভায় সমিতির আহ্বায়ক আকিকুর রহমান আকিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফেরদৌস শেরদিল ও পারভেজ আহমদের যৌথ পরিচালনায় অন্যন্যদের বক্তব্য রাখেন মহিউদ্দিন আলমগীর, আকলাকাকুর রহমান লুকু, মো: মুজিব হোসেন, সাহান চৌধুরী, নজরুল ইসলাম, শাহ ইমরান হোসেন, কাউন্সিলার ফয়জুর রহমান, শনসের মিয়া, রুহুল চৌধুরী, বাবর আহমদ, দুলাল আহমদ, আহমদ আলি, সাহিন আহমদ, আনসার মিয়া, আনোয়ার আলি, মকসুদ আহমদ, শামীম আহমদ, সাজ্জাদ মিয়া দিলওয়ার, মোহাম্মদ নিজাম হোসেন, আব্দুস সহিদ, খলজির হেসেন, শাহাজান আহমদ, রাহুল আহমদ জাহাঙ্গীর, মুরাদ আহমদ, জুম্মান আহমদ, সুমন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং বাংলাদেশ, ফিলিস্তিন গাজাসহ মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।
Developed by: Helpline : +88 01712 88 65 03