মস্কোয় কনসার্ট হলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৩ হয়েছে : নিখোঁজ আরও ১৪৩ জন

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ৫:০৩ পূর্বাহ্ণ

রাশিয়ার রাজধানী মস্কোর কাছের ক্রোকাস সিটি হলে কনসার্ট আয়োজনে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৩ হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন তদন্ত কর্মকর্তারা। কারণ, এখনও খোঁজ মিলছে না আরও ১৪৩ জনের। খবর বিবিসির।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, হলের ভেতর থেকে তারা যেসব পোড়া মৃতদেহ পেয়েছেন সেগুলোর পরিচয় সনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। এর আগে এই হামলায় জড়িত সন্দেহে চার বন্দুকধারীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে রাশিয়ার নিরাপত্তা বাহিনী। তাদের বিচার শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে শত শত মানুষ কনসার্ট দেখতে জড়ো হয়েছিলেন। গান শুরু হওয়ার কয়েক মিনিট আগে সশস্ত্র ব্যক্তিরা থিয়েটারে ঢুকে পড়ে। তারা নির্বিচার গুলি ছুড়তে শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ১৪৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...