বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪, ৪:৪৩ পূর্বাহ্ণ

এবার বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে সাত সদস্যের কমিটি করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে বদলি নীতিমালা খসড়া তৈরির আদেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

বিষয়টি নিশ্চিত করেছন কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন।

অধিদপ্তর সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আদলেই মাদ্রাসা শিক্ষকদের বদলির খসড়া তৈরি হবে।

কিছুটা পরিবর্তন হলেও মৌলিক বিষয়গুলো একই থাকবে। খসড়া তৈরি করতে এক থেকে দেড় মাসের মতো সময় লাগতে পারে। তবে দ্রুত খসড়া তৈরির চেষ্টা করা হবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...