সাভারে তেলবাহী লরিতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৩

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে তেলবাহী একটি ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনায় চিকিৎসাধীন হেলাল উদ্দিন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে মারা গেলেন ৩ জন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হেলালের শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল। এইচডিইউ’তে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানেই রাতে তিনি মারা গেছেন। এই ঘটনায় বাকি ৭ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরাও গুরুতর।

এরআগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হেমায়েতপুর জোড়পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হেলালসহ দগ্ধ ৮ জনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ অন্যরা হলেন প্রাইভেটকার চালক আ. সালাম (৩৫), প্রিমিয়ার সিমেন্ট বহনকারী গাড়ির চালক আলআমিন (২৮) ও গাড়িটির লেবার মিলন মোল্লা (২০), ফল ব্যবসায়ী আলআমিন (৩০), তার মেয়ে স্কুলছাত্রী মিম (১০), ফল ব্যবসায়ী নিরঞ্জন (৪৫) ও সাকিব (২৪)।

এই ঘটনায় নিহত বাকি দুজনের মধ্যে একজনের নাম নজরুল ইসলাম (৪৫)। অন্যজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে সাভার থানা পুলিশ।

[১] [২] [৩]