সব
স্বদেশ বিদেশ ডট কম
ঈদযাত্রার শেষ দিনে একেবারেই ফাঁকা হয়ে পড়েছে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে। অন্যান্যবার যেমন ঈদের আগের দিনও সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকে এবার তার ব্যতিক্রম। আজ বুধবার সকাল থেকে স্বাভাবিক সময়ের চেয়েও তুলনামূলক কম যানবাহন চলছে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে।
দূরপাল্লার কিছু গণপরিবহন চলাচল করতে দেখা গেলেও ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা কম।
সরেজমিনে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজায় দেখা যায়, অনেকটা নীরবতা নেমে এসেছে। চাপমুক্ত টোল প্লাজায় নির্বিঘ্নে টোল দিয়ে যানবাহনগুলো পদ্মা সেতু পার হচ্ছে।
এ বিষয়ে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই মহাসড়ক ও পদ্মা সেতুতে যানবাহনের চাপ ছিল। তবে দুপুরের পর থেকে চাপ কমতে শুরু করে। আজ বুধবার ভোর থেকে দূরপাল্লার কিছু গণপরিবহন পদ্মা সেতু পাড়ি দিচ্ছে নির্বিঘ্নে।
এরআগে, গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ৮ ঘণ্টায় সেতুর দুই প্রান্ত মিলিয়ে মোট টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ৪৫০ টাকা।
Developed by: Helpline : +88 01712 88 65 03