আজ ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধিদল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ২:০২ অপরাহ্ণ

বাংলাদেশকে দেয়া ঋণের শর্ত পূরণের কাজ পর্যালোচনা বা রিভিউ করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১০ সদস্যের একটি দল মঙ্গলবার (২৩ এপ্রিল) ঢাকায় আসছে।

প্রতিনিধি দলটি বুধবার (২৪ এপ্রিল) থেকেই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইত্যাদি সংস্থার সঙ্গে বৈঠক শুরু করবে। বৈঠক চলবে আগামী ৮ মে পর্যন্ত।

আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন ১৮ এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেছে। কিন্তু বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতির উন্নতি সেভাবে হয়নি। সময় এসেছে বাংলাদেশকে এখন মুদ্রার নমনীয় বিনিময় হারের দিকে যেতে হবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...