পানিতে ডুবে ১০ দিনে ৯ শিশু-কিশোরের মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ১২:০৩ অপরাহ্ণ

বৈশাখের শুরু থেকেই দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। বৈরী এ আবহাওয়া ও দাবদাহ থেকে বাঁচতে অনেকেই নামছেন নদী বা পুকুরে। আর তাতেই ঘটছে দুর্ঘটনা। এদিকে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করছে রাজশাহীতে। এ জেলায় গত ১০ দিনে পানিতে ডুবে ৯ জন শিশু-কিশোর মারা গেছে।

এরমধ্যে পদ্মা নদীর শ্যামপুর ঘাটে গোসল করতে নেমে মঙ্গলবার (২৩ এপ্রিল) তিন কিশোর মারা গেছে। পরে ফায়ার সার্ভিস এসে তাদের মরদেহ উদ্ধার করে।

গত ১৪ এপ্রিল রাজশাহীর বাঘায় বিয়ে বাড়িতে এসে পানিতে ডুবে মারা যায় জান্নাত খাতুন (৮) ও ঝিলিক খাতুন (১২) নামের দুই শিশু। শুক্রবার (১৯ এপ্রিল) পদ্মায় গোসল করতে নেমে আরও এক শিশু মারা যায়। শনিবার (২০ এপ্রিল) বাঘা উপজেলায় পদ্মা নদীতে নৌকায় করে গোসল করতে গিয়ে মারা যান আসাদ হোসেন (১৮) নামে এক তরুণ।

রোববার (২১ এপ্রিল) পবায় পদ্মা নদীতে গোসল করতে নামেন বাপ্পি হোসেন (১৬) ও মনির হোসেন (২০)। পরে ডুবে মারা যান তারাও। সবশেষ মঙ্গলবার রাজশাহী কাটাখালী এলাকায় পানিতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়। তারা হলো কাটাখালী বাখরাবাজ এলাকার রেন্টুর ছেলে যুবরাজ (১২), লিটনের ছেলে আরিফ (১৩) ও নুর ইসলামের ছেলে জামাল (১২)।

রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবু সামা বলেন, রাজশাহীতে গত কয়েকদিন ধরে পানিতে ডুবে মৃত্যু ঘটনা বেড়েছে। আমার ধারণা করছি, গরম থেকে পরিত্রাণ পেতে কিশোররা নদীতে গোসল করতে গিয়ে মারা যাচ্ছে।

অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...