হ্যাম্পশায়ার-এ ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ৭:৩৪ অপরাহ্ণ

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে হ্যাম্পশায়ার যুক্তরাজ্য আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করেছে।শামীম মিয়ার সভাপতিত্বে এবং সিলেট ল’ কলেজ ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক হ্যাম্পশায়ার আওয়ামী লীগ নেতা কোহিনূর আলম-এর পরিচলনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইটালি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাফফর হোসাইন বাবুল, সিলেট বাণিজ্যিক মহাবিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, মদনমোহন কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক জাহিদ ইসলাম।

হ্যাম্পশায়ার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জুনেদ আহমদ, হ্যাম্পশায়ার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মোহাম্মদ দিলুয়ার হোসেন সুমন, সিলেট এম সি কলেজ এবং লন্ডন মহানগর সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ হাসান আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা মোঃ রুবেল মিয়া, এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ছালিক মিয়া, মুকিত খান, রাসেল আহমেদ, আব্দুল মোতালেব মিঠু, তাকওয়া চৌধুরী (ছাত্র, সাউদাম্পটন সলেন্ট ইউনিভার্সিটি), ইয়াসির আরাফাত, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা হাফিজ খাঁন, ইমরান আহমদ, আলী খাঁন, মোহাম্মদ আসরাফুল গালিব (ছাত্র, সাউদাম্পটন সলেন্ট ইউনিভার্সিটি) প্রমুখ।

শামীম মিয়া বলেন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন আজ। এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথগ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনার প্রাতিষ্ঠানিক রূপ পায়। এ সময় তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী-সমৃদ্ধ সোনার দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে যাচ্ছে। ফলে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

অনুষ্ঠানে সবাই ’৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের ভূমিকা নিয়ে এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা আলোচনা করেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...