বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ১২:৪৬ অপরাহ্ণ


তাপদাহ থেকে রক্ষায় বরিশালে অনুষ্ঠিত হয়েছে সালাতুল ইসতিসকার নামাজ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর প্রাণ কেন্দ্র গীর্জামহল্লা এলাকায় একে ইনস্টিটিউট বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নগরীর বিভিন্ন স্থানের মুসুল্লীরা এ নামাজে অংশ নেন। দুই রাকাত নামাজ আদায় শেষে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে আল্লাহর কাছে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন মুসুল্লীরা। মোনাজাত পরিচালনা করেন নগরীর জামে কসাই মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন।

ইসতিসকার নামাজ আদায় করতে ভোর থেকেই মুসুল্লীরা স্কুল মাঠে জমায়েত হন।

বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ এপ্রিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ২৩ এপ্রিল তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ০৪ ও ২৪ এপ্রিল ছিল ৩৮ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...