নতুন আইফোনে আসছে চ্যাটজিপিটি!

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪, ৬:১৫ অপরাহ্ণ

ওপেনএআইয়ের জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহারের জন্য কোম্পানিটির সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে টেক জায়ান্ট অ্যাপল।

আইফোনের পরবর্তী অপারেটিং সিস্টেম ‘আইওএস ১৮’-এ ওপেনএআইয়ের বিভিন্ন ফিচার অন্তর্ভুক্ত করার পাশাপাশি চুক্তির সম্ভাব্য শর্তাবলী নিয়ে কোম্পানি দুটি আলোচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে প্রতিবেদনে।

এদিকে, গত মাসে ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে আসে, নতুন আইফোনের ফিচারে গুগলের জেমিনাই চ্যাটবট ব্যবহারের বিষয়ে আলোচনায় রয়েছে অ্যাপল।

তবে, কোন কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব চূড়ান্ত করবে সে বিষয়ে অ্যাপল সিদ্ধান্ত নেয়নি। তারা ওপেনএআই ও অ্যালফাবেট মালিকানাধীন গুগল, উভয় কোম্পানির সঙ্গেই চুক্তিতে পৌঁছাতে পারে, অথবা একেবারে আলাদা একটি কোম্পানিকেও বেছে নিতে পারে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh