চীনে মহাসড়ক ধসে ৪৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ৩ মে ২০২৪, ৬:২৮ পূর্বাহ্ণ

চীনের গুয়াংডং প্রদেশে টানা বৃষ্টির কারণে মহাসড়ক ধসে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৩০ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

সিনহুয়ার খবরে বলা হয়, ভারী বৃষ্টিপাতের কারণে বুধবার স্থানীয় সময় রাত ২টার দিকে গুয়াংডং প্রদেশের মেইঝো-ডাবু মহাসড়কে ধসের ঘটনা ঘটে। ওই মহাসড়কের প্রায় ৬০ ফুট এলাকা ধসে যায় এবং ২৩টি গাড়ি গর্তে আটকা পড়ে। এ ঘটনায় নিহত বেড়ে ৪৮ জনে পৌঁছেছে।

স্থানীয় প্রশাসন জানায়, গেল কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে গুয়াংডং প্রদেশে। মহাসড়ক ধসে পড়ার সময় সড়কটিতে শতাধিক যানবাহন ছিল। ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে তারা নিহত হয়েছেন। উদ্ধার কাজ শেষ হওয়ার পর সড়কটি সংস্কার করা হবে। তবে এটি সময়সাপেক্ষ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...