সব
আন্তর্জাতিক ডেস্ক,
মেক্সিকোর মোরেলোস প্রদেশে বন্দুক হামলায় ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলেই এবং বাকি চারজন হাসপাতালে মারা যান। গত শনিবার (১১ মে) দেশটির মোরেলোস প্রদেশে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে।
সোমবার (১৩ মে) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ১১ মে দেশটির পর্যটন শহর কুয়ের্নাভাকার সঙ্গে রাজধানী সংযোগকারী একটি হাইওয়ের কাছে হুইটজিলাক পৌরসভায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেয়ার পর আরও চারজন মারা যান।
শহরের মেয়র রাফায়েল ভার্গাস বলেন, এই সহিংসতা বন্ধ হওয়া উচিত। জনগণের জন্য ক্ষতিকর এমন সব অপরাদে আমরা নিন্দা জানাই।
গত বছরের নভেম্বরে কুয়ের্নাভাকাতে পুলিশ এবং কথিত অপরাধীদের মধ্যে গোলাগুলিতে ৯ জনের মৃত্যু হয়।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০০৬ সাল থেকে মেক্সিকোজুড়ে প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ খুন হয়েছে।
উল্লেখ্য, ছুটি কাটানোর জন্য মেক্সিকোর বাসিন্দাদের জন্য মোরেলোস খুবই জনপ্রিয় গন্তব্য। যদিও এটি গুয়েরেরো রাজ্যের সীমান্তে অবস্থিত। মাদকসহ বিভিন্ন অপরাদে এই রাজ্য অশান্ত হয়ে উঠেছে।
Developed by: Helpline : +88 01712 88 65 03