শহীদ মিনারে রনোকে গার্ড অব অনার প্রদান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ মে ২০২৪, ৩:০২ অপরাহ্ণ


ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনার দেয়া হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা, মুক্তিযুদ্ধের সংগঠক ও লেখক হায়দার আকবর খান রনোকে।

আজ সোমবার (১৩ মে) সকালে সোয়া ১১টার দিকে তার মরদেহ শহীদ মিনারে নেয়া হয়। সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে তার মরদেহ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয় মুক্তিভবনে নেয়া হলে দলীয় নেতাকর্মীরা তাকে শ্রদ্ধা জানান। আজ জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বনানী কবরস্থানে বাবা ও মায়ের পাশে তাকে দাফন করা হবে।

হায়দার আকবর খান রনো বেশ কয়েক বছর ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। গত ৬ মে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং ১০ মে ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...