ভারতে গ্রেপ্তার আল কায়েদার সাথে জড়িত দুই বাংলাদেশি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ মে ২০২৪, ৫:৩০ অপরাহ্ণ

বেআইনিভাবে প্রবেশের দায়ে এবং আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ভারতের গুয়াহাটি থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার গুয়াহাটি রেলস্টেশন থেকে ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তারা যুবকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার জন্য শহরে অবস্থান করছিল বলে দাবি জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সন্দেহভাজন দুই সন্ত্রাসী হলেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়ি জেলার বাহার মিয়া (৩০) এবং নেত্রকোনা জেলার রাসেল মিয়া (৪০)। তারা আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য, আর এটি নিষিদ্ধঘোষিত আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুক্ত বলে পুলিশ জানিয়েছে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ‘অভিযুক্তরা বাংলাদেশের নাগরিক এবং পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ করে অবস্থান করছিল এবং আসামে সন্ত্রাসী নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার জন্য ভারতীয় নথিপত্র হাতে পেয়েছিল।’

তাদের কাছ থেকে আধার এবং প্যান কার্ড উদ্ধার করা হয়েছে জানিয়ে পুলিশ বলেছে সেগুলো ভুয়া বলে সন্দেহ করা হচ্ছে।

 


Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...