টরন্টোতে সাতদিনব্যপী নাট্য কর্মশালা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ মে ২০২৪, ১:০৯ পূর্বাহ্ণ

‘টরন্টো থিয়েটার ফোকস’ – এর আয়োজনে কানাডার টরন্টোতে সাতদিনব্যাপী নাট্য কর্মশালার অনুষ্ঠিত হতে যাচ্ছে । আগামী ৮ জুন এই কর্মশালা শুরু হবে, শেষ হবে ১৬ জুন।

কর্মশালাতে থাকছে অভিনয়, মঞ্চ পরিকল্পনা, আলোক পরিকল্পনা, আবহ সংগীত, রূপসজ্জা ও মঞ্চ ব্যবস্থাপনা। একটি নাটক সফলভাবে মঞ্চায়নের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই এই কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হবে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন নাট্যজন মাহমুদুল ইসলাম সেলিম, সমন্বয়কারী হিসাবে থাকবেন শারমিন শরিফ শর্মী। মাহমুদুল ইসলাম সেলিম দীর্ঘ ৩৪ বছর নাটক ও নাট্য আন্দোলনের সাথে যুক্ত আছেন। দীর্ঘদিনের এই অভিজ্ঞতাকে তিনি টরন্টোতে কর্মশালার মাধ্যমে কাজে লাগাতে চান।

তিনি বলেন, শুদ্ধ উচ্চারণ, জড়তা কাটিয়ে ঋজু ভঙ্গিতে দাঁড়াবার সাহস অথবা প্রাত্যহিক জীবনের নান্দনিকতার পরশ আমি নির্দ্বিধায় থিয়েটারের কর্মশালা থেকেই পেয়েছি।

এই নাট্য কর্মশালা অনেকটাই একাডেমিক নাট্য প্রশিক্ষণের মতোই। নাটক নিয়ে কোনো অভিজ্ঞতা না থাকলেও এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারেন।

কর্মশালা আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ সেন্টার অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...