সব
স্বদেশ বিদেশ ডট কম
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌরুটের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৩ থেকে ২৩ জুন ১১ দিন সকল নৌরুটে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।
নৌপথে ঈদযাত্রা নিয়ে আজ বৃহস্পতিবার (২৩ মে) সচিবালয়ে নিজ দপ্তরে এক বৈঠক শেষে একথা বলেন খালিদ মাহমুদ।
নৌ প্রতিমন্ত্রী বলেন, রোজার ঈদের মতো এবারের ঈদযাত্রাও যেন নিরাপদ হয় সে লক্ষ্যে সব ব্যবস্থা নেয়া হয়েছে। যাত্রীসহ নৌপথে কোরবানীর পশু পরিবহন নিরাপদ করার জন্য সবাই একযোগে কাজ করছে।
প্রতিমন্ত্রী বলেন, আগের মতোই কাজীরহাট, পাটুরিয়াঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হবে। কিছু রুটে বাড়ানো হবে লঞ্চের সংখ্যাও। ঈদের আগে তিনদিন ও পরের তিনদিন মিলে সাতদিন পশুবাহী ও পঁচনশীল পণ্য ছাড়া সব পণ্য পরিবহন বন্ধ থাকবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, কিছু মানুষ আছে নৌপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করে। এ ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।
বর্ষা মৌসুম হওয়ায় এবার নৌপথে ঈদযাত্রা একটু ঝুঁকিপূর্ণ জানিয়ে প্রতিমন্ত্রী সবাইকে আবহাওয়ার বার্তা সঠিকভাবে মেনে চলার আহ্বান জানান।
Developed by: Helpline : +88 01712 88 65 03