সব
স্বদেশ বিদেশ ডট কম
নেত্রকোণার পূর্বধলায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে উম্মে হাবিবা (৩৫) নামে নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) দুপুরে জারিয়া-ময়মনসিংহ রেলপথের পূর্বধলা উপজেলা সদরের দিগজান এলাকায় এ ঘটনা ঘটে। উম্মে হাবিবা উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি পশ্চিম পাড়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী।
জানা যায়, শুক্রবার সকালে চিকিৎসা নিতে পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পূর্বধলা রেলওয়ে স্টেশন মাস্টার (অতিরিক্ত দায়িত্ব) জহিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে জারিয়া থেকে ময়মনসিংহগামী ২৭৩ নম্বর আপ লোকাল ট্রেনটি পূর্বধলা রেল স্টেশন অতিক্রম করার পর উপজেলা সদরের দিগজান এলাকায় ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা যান।
পূর্বধলা রেলওয়ে স্টেশনের সাবেক বুকিং সহকারী আব্দুল মোমেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, ট্রেন আসার আগ মুহূর্ত পর্যন্ত ওই নারী রেললাইনের পাশে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। ট্রেনটি কাছাকাছি আসতেই তিনি ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপিয়ে পড়েন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে তিনি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নিবেন।
Developed by: Helpline : +88 01712 88 65 03