প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ভাইভা স্থগিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ মে ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ


প্রশ্নফাঁসের অভিযোগে ২০২৩ সালের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ভাইভা পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সেই সঙ্গে বিষয়টি তদন্তেরও নির্দেশ প্রদান করেন। ফলে উত্তীর্ণ ৪৬ হাজার পরীক্ষার্থীর ভাইভা স্থগিত হয়ে গেল।

মঙ্গলবার (২৮ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ আজ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর ২২ মার্চ দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ১৭ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৮ এবং তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...