তৃতীয় ধাপে ভোট পড়েছে ৩৮ শতাংশ: ইসি সচিব

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ মে ২০২৪, ১:২২ অপরাহ্ণ


উপজেলা পরিষদের নির্বাচনে তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোট পড়েছে ৩৮ শতাংশ। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি ছিল না, গণমাধ্যম বিভিন্ন সময় সহযোগীতা করেছে। এই সহযোগীতা পরবর্তীতে চলার পথে আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।

এ ধাপে আরও ২৩ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও ২৬ মে ও ২৭ মে ঘূর্ণিঝড় রিমাল ও মামলাজনিত কারণে এসব উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। এসব উপজেলার মধ্যে ২০ উপজেলায় ভোট হবে আগামী ৯ জুন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...