লালমনিরহাটে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত‌্যা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ জুন ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ণ

লালমনিরহাটের হাতীবান্ধায় ৪ মাস বয়সী মেয়েকে হত্যার পর মা বিষ পান করে আত্মহত‌্যা করেছে। শনিবার দুপুরে ওই উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সোনারদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার আকবর আলীর স্ত্রী রুজিনা বেগম (৪৫) প্রথমে তার ৪ মাস বয়সী বাচ্চা জান্নাতুল ফেরদৌসীকে বিষ পান করিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেই বিষ পান করে আত্মহত‌্যা করেন।

কি কারণে রুজিনা বেগম তার মেয়েকে হত্যার পর নিজে আত্মহত‌্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি। তবে পারিবারিকভাবে দাবি করা হচ্ছে রুজিনা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা ও একটি আত্মহত‌্যার মামলা হয়েছে। তদন্ত শেষে বলা যাবে কি কারণে এমন ঘটনা ঘটেছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...