সব
স্বদেশ বিদেশ ডট কম
প্রথমে ব্যাট হাতে তাণ্ডব। এরপর অগ্নিঝরা বোলিং। এতেই কুপোকাত প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উগান্ডা। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার দেশটিকে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান।
মঙ্গলবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগফানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় উগান্ডা। প্রথমে ব্যাট করতে নেমে দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানের বিশাল পুঁজি পায় আফগানরা।
গুরবাজ ৪৫ বলে ৭৬ ও ইব্রাহিম করেন ৪৬ বলে ৭৬ রান। উগান্ডার পক্ষে কসমাস কেউটা ও ব্রেইন মাসাবা নেন ২টি করে উইকেট।
১৮৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে আফগান পেসার ফজলহক ফারুকির তোপের মুখে পড়ে উগান্ডার ব্যাটাররা। ৪৮ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফ্রিকার দেশটি।
একাই পাঁচ উইকেট নিয়ে উগান্ডার ব্যাটিং লাইন ধসিয়ে দেন এই আফগান পেসার। এরপর দ্রুতই আরো দুই উইকেট হারিয়ে ১৬ ওভারে ৫৮ রানে গুটিয়ে যায় উগান্ডা। দলের পক্ষে রবিনসন ওবুয়ে করেন সর্বোচ্চ ২৫ বলে ১৪ রান।
Developed by: Helpline : +88 01712 88 65 03