ভারতে নির্বাচন: ২৯৬ আসনে এগিয়ে এনডিএ

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ৪ জুন ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ

ভারতে লোকসভার ৫৪৩ আসনের নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা চলছে। মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টা থেকে এ ভোট গণনা শুরু করে দেশটির নির্বাচন কমিশন।

সবশেষ পাওয়া খবর অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ২৯৬ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন জোট ২৩১টি আসনে এগিয়ে রয়েছে। খবর ইকোনোমিক টাইমস

এদিকে একক দল হিসেবে বিজেপি ২৪৩ আসনে জয় পেয়ে এগিয়ে আছে। অন্যদিকে কংগ্রেস জয় পেয়েছে ৯৯ আসনে। আর অন্যান্য দল এ পর্যন্ত ১৭টি আসনে জয় পেয়েছে। ভারতীয় সংবিধান অনুযায়ী একক সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠনের জন্য কোনো দলকে ২৭২ আসনে জিততে হবে।

বর্তমানে নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া ভোটের আপডেট ফলাফলের চিত্র বিশ্লেষণ করে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিতে সরকার গঠন নিয়ে সংশয়ে রয়েছে বিজেপি।

এ নির্বাচনে ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদি ভারতের ক্ষমতায় আসতে চাইছেন। বেশ কয়েকটি ভোট ফেরত জরিপে আবারও মোদির সরকার গঠনের কথা বলা হলেও হাল না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলের নেতারা।

এদিকে, ভোট গণনার মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। যাদবপুরে সিপিএমের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সন্দেশখালিতে দফায় দফায় অশান্তির খবর পাওয়া গেছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...