সব
স্বদেশ বিদেশ ডট কম
কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা এলাকায় একটি মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পেট্রোল পাম্পের পাশে জনৈক নুরু মিয়া, মিজান ও আলীর মাছের প্রজেক্ট থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি দীর্ঘদিন মরিচ্যা বাজারের আশপাশে ঘুরাফেরা করতে দেখা যেত। স্থানীয় চেয়ারম্যানের খবরে উখিয়া থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, খবর পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।
Developed by: Helpline : +88 01712 88 65 03