হজে গেলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক,

  • প্রকাশিত: ১১ জুন ২০২৪, ১০:০০ অপরাহ্ণ

প্রথম বারের মতো হজ করতে যাচ্ছেন আলোচিত আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।

ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন, এর আগে সপরিবারে ৯ বার আমি ওমরাহ করেছি। এবারই প্রথম হজে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।

এদিকে, ব্যবসা পরিচালনার বাহিরেও সিনে পর্দাতেও ব্যস্ত সময় পাড় করছেন অনন্ত। বর্তমানে চলছে বিগ বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ চলচ্চিত্রের কাজ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার এ ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন অনন্ত জলিল। ঈদের পর যার শুটিং ইউরোপে হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, জাজ মাল্টিমিডিয়ার ‘চিতা’ সিনেমায় মাসুদ রানার ভূমিকায় দেখা যাবে এই নায়ককে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...