বান্দরবানে কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ জুন ২০২৪, ৬:২৬ অপরাহ্ণ

বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এক সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ মে) সকালে রুমা উপজেলার ১নং পাইন্দু ইউপির জুরবারাং পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম ভান লাল খিয়াং বম (৩০)। তিনি জুরবারাং পাড়ার বাসিন্দা লাল মিন সম বমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তের জুর্ভারাং পাড়া এলাকার জঙ্গলে গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহটির পরণের পোশাকটি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যদের হওয়ায় যৌথ বাহিনীর চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী ঢাকা পোস্টকে জানান, যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...