টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ১২:২৪ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নবম আসরে নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে সুপার এইটে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আর টানা দুই ম্যাচ হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে নিউজিল্যান্ডের। ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে করেছিল ১৪৯ রান। জবাবে ৯ উইকেটে নিউজিল্যান্ড থেমে যায় ১৩৬ রানে।

উগান্ডা এবং পাপুয়া নিউগিনিকে যদি হারায়ও কিউইরা, তাতে কোনো লাভ হওয়ার সম্ভাবনা নেই। কারণ আফগানিস্তান এরই মধ্যে দুটিতে জয় পেয়েছে। বাকি দুই ম্যাচের একটিতে জয় পেলেই কেন উইলিয়ামসনদের বিদায় পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে।

বৃহস্পতিবার ত্রিনিদাদে শেষ ওভারে নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩ রান। মিচেল সান্তনার তিনটি ছক্কাও মারেন। তিনি শেষ পর্যন্ত ১৯ রান নেন। কিন্তু পরাজয় ঠেকানোর জন্য কোনোভাবেই সেটা যথেষ্ট হয়নি। ফলে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৩ রানে হেরে যেতে যায় নিউজিল্যান্ড।
এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরেছিল কিউই পেসাররা। তাদের বোলিং তোপে ৩০ রানেই অর্ধেক ইনিংস শেষ হয়ে গিয়েছিল ক্যারিবীয়দের। সেখান থেকে দারুণ ইনিংসে দলকে টেনে তুলেন শেরফেন রাদারফোর্ড। ৩৯ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৯ রানের লড়াকু ভিত পাইয়ে দেন তিনি। লড়াই করার রসদ পেয়ে যায় ক্যারিবীয় বোলাররা। বৃথা যেতে দেয়নি ম্যাচসেরা রাদারফোর্ডের লড়াই। দলীয় ২০ রানে প্রথম উইকেট হারানো কিউইরা ৬৩ রানে খুইয়ে ফেলে ৫ উইকেট। ম্যাচটা ওখানেই হাতছাড়া হয়ে যায় কিউইদের।

এরপরও আশার প্রদীপ জ্বেলে রেখেছিলেন ফিলিপস। তবে ততক্ষণে বলের সঙ্গে রানের ব্যবধানটা এতটাই বেড়ে গিয়েছিল যে চালিয়ে খেলা ছাড়া কিছুই করার ছিল না তার। সেই কাজটা করতে গিয়েই ৪০ রানে ফিরতে হয়েছে তাকে। এরপর নিউজিল্যান্ডের ইনিংস থেমেছে ৯ উইকেটে ১৩৬ রানে। ১৩ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একাই ৪ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। তিন উইকেট শিকার করেছেন গুতাকেশ মতি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...