টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ৪:৪৪ অপরাহ্ণ


দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী সোমবার (১৭ জুন)। এ উপলক্ষে সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামী রোববার (১৬ জুন) থেকে মঙ্গলবার (১৮ জুন) পর্যন্ত ঈদের ছুটি শুরু। কিন্তু এর আগে শুক্রবার (১৪ জুন) ও শনিবার (১৫ জুন) থাকায় আজই সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস ছিল।

সে হিসেবে এবারের কোরবানি ঈদে টানা ৫ দিনের ছুটি পাচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ছুটি কাটিয়ে আগামী বুধবার (১৯ জুন) ঈদের পর অফিস করবেন তারা।

মুসলমানদের জীবনে আল্লাহ প্রদত্ত দুটি আনন্দের দিনের অন্যতম একটি ঈদুল আজহা। ঈদুল ফিতরের দুই মাস ১০ দিন পর মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকেন।

হিজরি ক্যালেন্ডারের জিলহজ্জ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়। তবে পশু কোরবানি করা যায় ৩ দিন (১০, ১১ ও ১২ জিলহজ্জ)।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...