দুর্ঘটনার শিকার মনামি ঘোষ!

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ৪:৪৯ অপরাহ্ণ


পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মনামি ঘোষ জাপানে বাইক দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় হাত-পায়ে চোট পেয়েছেন তিনি। জাপানে থাকাকালে বিষয়টি ভক্তদের না জানালেও দেশে ফিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আঘাতের কিছু ছবি শেয়ার করে বিষয়টি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (১১ জুন) ফেসবুকে বাইক দুর্ঘটনায় হাতে ও পায়ে চোট পাওয়া ছবি পোস্ট করেন মনামি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— জাপানে ভ্রমণের সময় চোট পেলেও এখন একদম ঠিক আছেন তিনি।

এবার জাপানে ঘুরতে গিয়েই যেন বিপদে পড়েন মনামি। অভিনেত্রীর সফরসঙ্গী ছিলেন প্রেমিক সৈকত বাড়ুরি। তিনি পেশায় একজন ফটোগ্রাফার। দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন মনামি-সৈকত।

যেহেতু মনামির প্রেমিক ফটোগ্রাফার, তাই জাপানের সুন্দর মুহূর্তগুলো লেন্সবন্দী করেছেন সৈকতই। কখনও মাউন্ট ফুজিয়ামার কাছাকাছি কখনও আবার আঁকাবাঁকা রেলপথ দিয়ে ছুঁটে চলা। সেসব অনুভূতির ছবিগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মনামি।

তাই দেশে ফিরেই ‘পদাতিক’ সিনেমার প্রচারণায় পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছেন মনামি। গুণী নির্মাতা মৃণাল সেনের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ‘পদাতিক’ সিনেমায় মৃনাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামি।

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...