আখাউড়া স্থলবন্দরে চার দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ১:১১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ঈদুল আজহা উপলক্ষে চারদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ব্যবসায়িক ছুটি ঘোষণা করায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। শনিবার (১৫ জুন) সকালে আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফুরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম বলেন, ‘১৬ জুন (রোববার) থেকে ১৯ জুন (বুধবার) নাগাদ বন্দরে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। এরই মধ্যে বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের চিঠি দিয়ে জানানো হয়েছে। আগামী ২০ জুন বৃহস্পতিবার সকালে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।’

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল আলম বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’

 

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...